Skip to content

শিক্ষা শুধু পরীক্ষা পাশের জন্য নয়,
বরং জীবনের জন্য।

মেধাবিয়ান বিশ্বাস করে, প্রতিটি শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে আছে অগণিত সম্ভাবনা। আমরা সহজ, সুন্দর এবং ফলপ্রসূ শিক্ষার মাধ্যমে সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে এসেছি।

আমাদের ব্যাপারে..

Medhabhiyan একটি আধুনিক ও মানবিক শিক্ষা প্ল্যাটফর্ম, যার লক্ষ্য—প্রত্যেক শিক্ষার্থীর ভেতরের মেধা ও সম্ভাবনাকে জাগিয়ে তোলা। আমরা বিশ্বাস করি, শেখা হওয়া উচিত সহজ, আনন্দদায়ক ও গভীর। তাই মুখস্থনির্ভর পদ্ধতির বাইরে গিয়ে আমরা প্রযুক্তিনির্ভর, গল্পভিত্তিক, বাস্তব উদাহরণে ভরপুর পাঠদানকে গুরুত্ব দিই।আমাদের যাত্রা শুরু হয়েছে একজন অভিজ্ঞ শিক্ষকের হাত ধরে, যিনি ৯ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাদানে যুক্ত। প্রথম কোর্স HSC ICT দিয়ে শুরু হলেও আমরা শিগগিরই বাংলা, ইংরেজি, গণিতসহ আরও বহু বিষয়ের কোর্স নিয়ে আসছি।আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজেকে গড়ে তুলুক একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও নৈতিক মানুষ হিসেবে।

গভীরভাবে শেখা

শুধু মুখস্থ নয়, যেন প্রতিটি কনসেপ্ট মগজে গেঁথে যায়।

সবার জন্য শিক্ষা

শহর, গ্রাম, মাদ্রাসা — যেখানেই থাকো, শিক্ষা হবে সবার অধিকার।

মানসিক বিকাশ

শুধু টপ গ্রেড না, একজন ভালো মানুষ হয়ে ওঠা।

আমাদের শেখানোর ধরন

সহজ ভাষা ও গল্পে শেখানো

Medhabiyan

পরীক্ষা ও বাস্তব জীবনের মধ্যে ভারসাম্য

পরীক্ষা ও বাস্তব জীবনের মধ্যে ভারসাম্য

প্রতিষ্ঠাতা পরিচিতি

Tarek Jamil Abdullah
Founder & Lead Instructor

“আমি চাই প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে নিয়ে গর্ব করতে পারে। শুধু পরীক্ষায় ভালো ফল না, জীবনে ভালো মানুষ হোক – সেটাই Medhabhiyan-এর লক্ষ্য।”